রাত ৯টার দিকে বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য জানিয়েছেন মিশা সওদাগর। তিনি বলেন, সে আমাদের সদস্য। তাই সে যদি কোনো ভুল করে প্রাথমিকভাবে তাকে শোধরানোর সুযোগ দেওয়া উচিত। সে জায়গা থেকে আমরা তাকে ছাড়িয়ে এনেছি। তাকে বলেছি সব সময় ভালো কন্টেন্ট বানাতে হবে। খারাপ কন্টেন্ট যেন শিল্পী সমিতির কেউ না বানায় সেজন্য সবার প্রতি আহ্বান করছি।
ডিবি’র সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার শরীফুল ইসলাম বাংলাভিশন ডিজিটালকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সতর্ক হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের একটি টিম। পরে টানা প্রায় ৩৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ।