অর্ধ যুগের ক্যারিয়ারে কলকাতার নায়িকা কৌশানী পেয়েছেন দারুণ পরিচিতি। এখন তিনি কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির নাম ‘প্রিয়া রে’।
এ সিনেমার শেষ লটের শুটিং চলছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের এলাকা চাঁদপুরে। গ্রামীণ পরিবেশে আনন্দ-উল্লাসেই শুটিং করছেন কলকাতার নায়িকা।
কৌশানী বলেন, আমার কাছে এটা দুই দেশ না। আমরা বলি এপার-ওপার বাংলা; কিন্তু এটা (বাংলাদেশ) আমাদেরই একটা অংশ। আমার কাছে মনে হয়, বাংলাদেশের প্রতিটা বাড়ি, মানুষ আমাদের পরিবার। কলকাতায় আমার সিনেমা মুক্তির পর এখানেও যখন মুক্তি পায়, তখন তারা যে প্রতিক্রিয়া দেখায়, সেটা সত্যিই প্রশংসনীয়। এখানে আসার পর সেটা আরও বেশি উপলব্ধি করছি। অবশ্য ঢাকায় থাকলে হয়ত আরও বেশি মানুষ দেখা করতে আসত। যেহেতু শহর থেকে এটা দূরে, তাই অনেকেই আসতে পারছেন না।
তিনি আরও জানান, শাকিব খান কলকাতায় যেসব সিনেমা করেছেন, সেগুলোর দু’একটা দেখেছেন। কিন্তু একেবারে ঢালিউডের সিনেমা সেভাবে দেখার সুযোগ পাননি এই অভিনেত্রী।
উল্লেখ্য, ‘প্রিয়া রে’ সিনেমায় কৌশানী অভিনয় করছেন শান্ত খানের বিপরীতে। যিনি শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি ও রজতাভ দত্তের মতো গুণী শিল্পীরা।পরিচালনা করছেন পূজন মজুমদার।