ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।
আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা এ প্রার্থী প্রচারণার সময় থেকেই আলোচনায় ছিলেন।
তৃতীয় লিঙ্গ নিয়ে জন্ম হওয়ায় ছোটবেলা থেকে ঋতু শিকার হয়েছেন নানা প্রতিবন্ধকতার। লিঙ্গ পরিচয় প্রকাশ পাওয়ায় পাঁচ বছর বয়সে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয় তাকে। পড়াশোনায় প্রাথমিকের গণ্ডিও পার করতে পারেননি তিনি।
ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন ঋতু। ৪৩ বছর বয়সী এই ইউপি চেয়ারম্যান এখন দলের গুরুমার দায়িত্ব দেখভাল করেন।
গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি। নিজ এলাকায় দুইটি মসজিদ তৈরি করে দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন মন্দির উন্নয়নেও সহযোগিতা করেছেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।
উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান তিনি। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে।