এসএন বাংলা নিউজ ডেস্কঃ যশোর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অব অধ্যাপক ডাঃ নাসির উদ্দীনের পক্ষ থেকে চৌগাছার খড়িন্চা বাঁওড়ে বেলা এগারোটায় অসহায় মৎস্য জীবী, মাছ চাষী, মাছ ব্যবসায়ী ও জেলে দের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হাতধোয়া সাবান, খাবার স্যালাইন বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, আবুল কাশেম, দেব মিত্র, শাহিনুর রহমান, মাহমুদুল হাসান, সুমন রায়হান, ভরত কুমার, আতাউর রহমান, বিশ্বনাথ বসু, আব্দুল আলিম আকুল, তরিকুল ইসলাম বকুল, সাবিনা খাতুন, রাবেয়া খাতুন, জগবন্ধু রায়,মিজানুর রহমান, প্রভাষ হালদার, তারক হালদার, নিমাই হালদার, রাজ কুমার, কার্তিক বিশ্বাস, ইয়াসিন আরাফাত, জয়নুর রহমান, রাজিব আহমেদ, মেহেদী হাসান, ফজলুল করিম,নজিবর রহমান, জাকির হোসেন লিটন, রেজাউল করিম সাগর,আসিফুর রহমান, মিজানুর রহমান, শাহিনুর রহমান, মোফাসের হোসেন বিদ্যুৎ, আহাদ আলী, মুকুল হোসেন, অমিত কুমার, তরিকুল ইসলাম নয়ন,তুহিনুর রহমান, হাবিবুর রহমান, সত্য হালদার, সন্জয় কুমার, সোহেল রানা ও আমিরুল আজিম প্রমুখ।
মনিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে মৎস্য জীবী লীগের শুভেচ্ছা
যশোর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা, সদস্য সচিব সেলিম রেজা বাদশা, মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক সাধন মল্লিক রনি ও সদস্য সচিব চয়ন মন্ডল এক বিবৃতিতে মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের যুগ্ম আহবায়ক আয়ুব আলী গাজী বিপুল ভোটে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।