বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝিনাইদহ জেলা আনসার অফিসে ভোরের কাগজের সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ভোগান্তির আরেক নাম, জনমনে তীব্র অসন্তোষ ঝিনাইদহে আগুনে পুড়লো ৫ বিঘা পানের বরজ ও বসত বাড়ি ঝিনাইদহে তীব্র তাপদাহে দেখা দিয়েছে পানির সংকট, হাজার হাজার নলকূপে উঠছে না পানি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী আ.লীগ মনোনীত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানগণের নোমিনেশন জমা অসহায় পরিবারের নিরুপায় নির্মমতা! চুরি ঠেকাতে ৩ বছর শেকল বন্দি কিশোর শিমুল তুলা পাড়তে গিয়ে শিক্ষকের করুণ মৃত্যু শব্দদূষণ বন্ধে সেবা সংগঠন এর পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান  দেশের উন্নয়ন ও শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- রাঙ্গামাটির সাংগ্রাই উৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী

যশোর-সাতক্ষীরায় সরাসরি বাস চলাচল বন্ধ- হয়েছে বেলতলায় অস্থায়ী টার্মিনাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৬ Time View

মিলন কবিরঃ যশোর ও সাতক্ষীরা জেলার বাস মালিকদের দুটি সংগঠনের বিরোধে দু’জেলার প্রবেশ দ্বারে পৃথক দুটি অস্থায়ী টার্মিনাল করে নিজ নিজ জেলার মধ্যে বাস চালানোর কারনে চরম ভোগান্তিতে পড়ছে সাধারন বাসযাত্রীরা। দু’সপ্তাহ ধরে এই অবস্থা চললেও বাস মালিক সমিতি কিম্বা প্রশাসনের কোন নজরদারি এখানে নেই। যশোর-সাতক্ষীরা (ভায়া-নাভারন) মহাসড়কে চলাচলকারী এক জেলার বাস অন্য জেলায় ঢোকা বন্ধ রয়েছে৷

যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাস জেলার শেষ প্রান্ত বাগআঁচড়া এবং সাতক্ষীরা থেকে ছাড়া যশোর গামী বাস সাতক্ষীরার শেষ প্রান্ত বেলতলা বাজার পর্যন্ত চলাচল করছে। কেন এই অবস্থা জানতে চাইলে যশোর ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট (আইডিবিএস) এর নেতা নীল কমল সিংহ এসএন বাংলা নিউজ ডটকমকে বলেন,যশোর-সাতক্ষীরা রুটে যশোর ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট (আইডিবিএস) ও সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বাস সিন্ডিকেট (এসডিএস) এর ১৭৬টি বাস চলাচল করে।এর মধ্যে আইডিবিএসের বাসের সংখ্যা ১০৭টি।’এ’ ও ‘বি’ দুটি গ্রুপে বাসগুলো যশোর থেকে ছাড়ে।’এ’ গ্রপে যশোরের বাস আর ‘বি’ গ্রুপে সাতক্ষীরার বাস।সকাল থেকে দুপুর পর্যন্ত এ গ্রুপের বাসগুলো ছাড়ে।

পরে চলে বি গ্রুপের বাস।প্রতিবছর এই গ্রুপের সময় পরিবর্তন করার কথা থাকলেও সাতক্ষীরার সমিতি সেটা মানতে না চাওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।এ বাদেও যশোর থেকে ছেড়ে যাওয়া যশোরের বাসগুলো সাতক্ষীরা টার্মিনাল থেকে যশোরে ফেরে অথচ সাতক্ষীরার বাসগুলো কালীগঞ্জ পর্যন্ত যায়।যশোর সমিতির দাবি তাদের বাসগুলো কালীগঞ্জে যেতে দিতে হবে। অবশ্য সাতক্ষীরা বাস মালিক সমিতির নেতা সাইফুল করিম সাবু জানান, যশোর–সাতক্ষীরার দুই মালিক সমিতির বাস একই মহাসড়কে চলাচল করে।যাত্রী বহন করে।যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার মালিক সমিতির বাসগুলো সন্তোষজনক টিপ বা সিরিয়াল না পাওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে অতিদ্রুত যাতে জন দুর্ভোগের সমাধান হয় তার জন্য যশোর বাস মালিক সমিতির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসা হবে৷

 

সরেজমিন দেখা যায় যশোর টার্মিনাল থেকে ছেড়ে আসা বাস বাগআঁচড়াতে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে সেখান থেকে সাতক্ষীরা যাওয়ার জন্য আসা যাত্রীরা ভ্যান ইজিবাইক কিম্বা পায়ে হেটে বেলতলা বাজারে এসে সাতক্ষীরা গামী বাসে উঠছেন। সরাসরি যশোর-সাতক্ষীরা রুটে বাস না চলায় রাস্তার মাঝে বাস পরিবর্তন করতে যেয়ে বয়োবৃদ্ধ অসুস্থ্য নারী-পুরুষ ও স্কুল কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা পড়েছে মহাবিপাকে৷এতে ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষজনও। সাতক্ষীরা মালিক সমিতি বাসের একজন কন্ডাকটর (ভাড়া আদায়কারি) মশিয়ার রহমান বজলু বলেন,এ গ্রুপের চাইতে বি গ্রুপের সময়ে বাসের আয় বেশি।তাই সবাই বি গ্রপের টিপ চাই।যশোর মালিক সমিতির লুৎফর রহমান বলেন,এভাবে চলতে থাকলে সবারই সমস্যা আমরা দ্রুত এর সমাধান চাই।  বাইকোলা গ্রামের আমেনা বেগম (৪৫) তার স্বামীকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছেন চিকিৎসার জন্য কিন্তু বাসের এমন পরিস্থিতি দেখে দূচিন্তায় তিনি। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইন্জিনিয়ারিংএর ষষ্ট সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন শার্শার জামতলার নওরোজ আফরিন। নওরোজ বলেন,করোনায় মেস বন্ধ তাই বাড়ি থেকে যেয়ে পরীক্ষা দিতে হচ্ছে।পথের মাঝে এসে বাস পাল্টাপাল্টি খুব অস্বস্থিকর।এতে দূর্ভোগ যেমন তেমনি সময়ের অপচয় ও খরচখরচাও বেশি।প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এর সমাধান নেই কিন্তু তারা দেখেও না দেখার ভান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: