পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সদর হাসপাতালে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন বুলবুলি আক্তার (৩৫ ) নামে এক জননী। পঞ্চগড় সদর উপজেলার ৫ নং চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু পাড়া গ্রামের জাহিরুল ইসলামের স্ত্রী। আজ মঙ্গলবার ( ৭ ডিসেম্বর ) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ডা. ফারহানা সুলতানা মিলি তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে ২টি মেয়ে ও ১ টি ছেলে ফুটফুটে সন্তান প্রসব করেন ওই জননীর। ডা. ফারহানা সুলতানা মিলি, বিষয়টি নিশ্চিত করে বলেন , ৩ সন্তানের জননী মোছা : বুলবুলীকে বিকেলে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হলে । এক ঘন্টার চেষ্টার পরে সন্ধ্যায় নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করেন । পরিবারের লোক জানান মোঃ জাহিদুল ইসলাম , অন্যের ব্যাটারিচালিত অটো চালিয়ে কোনরকম জীবন যাপন করত, জাহিরুল ইসলাম এর দুটি ছেলে সন্তান আছে, বড় ছেলে মোহাম্মদ আল ইমরান ১৮ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আর ছোট ছেলে মোহাম্মদ সোহান হোসেন, নবম শ্রেণীতে লেখাপড়া করে। ছেলে দুটির লেখাপড়ার খরচ এবং পরিবারের ভরণপোষণ করতে হিমশিম খাচ্ছিল জাহিরুল । এবারে আরো তিনটি সন্তানের বাবা হলেন, তাই দিশেহারা হয়ে পড়ে জাহিরুল। তিনি বলেন, মানুষের ভাড়ায় ব্যাটারি চালিত অটো চালিয়ে কোনরকম জীবন যাপন করি। এই মুহূর্তে আরো তিনটে বাচ্চা হয়েছে, আল্লাহর বিশেষ রহমতে বউ-বাচ্চা সবাই সুস্থ আছে, কিন্তু এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারতেছি না। তাই সরকার বা স্থানীয় প্রতিনিধিরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, বাচ্চাগুলোকে মানুষ করা সম্ভব হবে ।