সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪র্থ ধাপে উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৩৬ জন, সাধারণ সদস্য পদে ২৩৪ জন ও সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ৩ রিটার্নিং কর্মকর্তা এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে ১নং কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আলাল হোসেন রানা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান (চশমা), রফিক আহমদ (আনারস)। ২নং পাটলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (আনারস), আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আঙ্গুর মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই আজাদ (চশমা), স্বতন্ত্র প্রার্থী এনামুল ইসলাম (মোটরসাইকেল), আতিকুর রহমান আতিক (ঘোড়া)।
৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া (চশমা), আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আব্দুল গফুর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বকুল (আনারস), মুজিবুর রহমান মুজিব (ঘোড়া), ইলিয়াস মিয়া (টেলিফোন), আব্দুল মোমিন (মোটরসাইকেল)। ৬নং রানীগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা (আনারস), আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ছদরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ লেছু (চশমা), সিরাজুল ইসলাম আশিক (মোটরসাইকেল), ছালিক মিয়া (ঘোড়া)। ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মকসুদ মিয়া কোরেশী (মোটরসাইকেল), মুকিতুর রহমানী মুকিত (চশমা), হাজী আজহারুল ইসলাম কামালী (ঘোড়া), সৈয়দ আসাদ হোসেন চৌধুরী (আনারস)। ৮নং আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব আব্দুস সত্তার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক জনন্দিত সফল চেয়ারম্যান মোঃ আইয়ুব খান (মোটরসাইকেল), মোঃ লেবু মিয়া (চশমা), সৈয়দ জমিরুল হক (আনাসর), মোহাম্মদ আলী (টেবিল ফ্যান), শাহ তারেক রহমান (লাঙ্গল), আহমেদ হোসাইন (ঘোড়া), গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ (টেলিফোন)।
৯নং পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুখলিছ মিয়া (ঘোড়া), আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সুন্দর উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাওলানা দবিরুল ইসলাম (আনারস) ও ফারুক মিয়া (চশমা) প্রতীক পেয়েছেন। এদিকে উপজেলার ৭ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৩৪ জন ও সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে কর্মী- সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৯শ ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২শ ২৮জন ও নারী ভোটার ৬৯হাজার ৭শ ৩৪জন।