মিলন কবিরঃ যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ের বটগাছটি বোর্ড গাছে রুপান্তরিত হয়েছে।দেখলে যেন মনে হয় মানবতার গাছ। লাগলে নিয়ে যান থাকলে দিয়ে যান একটা কথা আছে । তবে নিয়ে যাওয়ার বদলে গাছটিতে দিয়ে যেতে যেতে বটগাছটির পাতা দেখাও মুশকিল।গাছটিতে ২৭ খানা ফেইসটুন ঝুলানো রয়েছে। অতিরুক্ত এই ফেইসটুন ঝুলানোর কারনে গাছটির নাজুক অবস্থা।
বিষয়টি ঝিকরগাছা উপজেলার সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর চোখে পড়লে তিনি ছবিটি তার নিজের ফেইসবুক আইডি Ashrafuz Zaman Babu
নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়।তাতে লেখা ছিল- ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
২৭ খানা আছে। বট গাছ এখন বোর্ড গাছে রুপান্তরিত হয়েছে।
লোকেশনঃ উপজেলা মোড়, ঝিকরগাছা।
এ বিষয়ে চৌধুরী আশরাফুজ জামান বাবু কাছে জানতে চাইলে তিনি এসএন বাংলা নিউজ ডটকমকে জানান,
যারা এসমস্ত বিজ্ঞাপনের ফেইসটুন ব্যানার লাগান তারা বাঁশ কিনে বাঁশের সাথে এগুলো লাগিয়ে প্রচার করুক।গাছের জীবন নষ্ট করে এগুলো টাঙ্গানো আমি মনে করি অনুচিৎ।আমি অতিদ্রুত বনবিভাগ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলার মোড়ের এই বটগাছ থেকে এ সমস্ত অপ্রয়োজনীয় ব্যানার ফেইসটুন যাতে অতি দ্রুত অপসারন করা হয় তার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।