মফিজ উদ্দিন তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দা সাবরেজিষ্ট্রি অফিসের সাবরেজিষ্ট্রার মো.মাহফুজুর রাহমান এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, রেলী এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬ঃ৩৩ মিনিটে সাবরেজিস্ট্রারের উদ্যোগে সাবরেজিষ্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের নিয়ে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর সাবরেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় তার বক্তব্যে তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বিজয়ের এ মাসে শ্রদ্ধাবনত চিত্তে তিনি স্বরণ করেন স্বাধীন বাংলাদেশের রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।তাছাড়া তিনি জাতীয় চার নেতা,শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্বরণ করে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন তারাকান্দা দলিল লেখক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন সরকার, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খায়রুল আমীন শাহিন প্রমুখ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবরেজিষ্ট্রি অফিসের জমিদাতা আব্দুল বারেক সরকার,অফিস সহকারী আবুল হাসিম ,মোহরার ফারহানা রেজিন, নকল নবীশ সুব্রত গোস্বামী, সুলতানা আক্তার ঝিনুক, মোজাম্মেল হক,এমদাদুল হক,ইব্রাহিম, সাঈদ তালুকদার, প্রমুখ। এছাড়া অফিসের কর্মচারী, দলিল লেখক সমিতির সদস্যবৃন্ধ এসময় উপস্থিত ছিলেন।
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তাই বাংলাদেশের সকল মানুষ ও বিভিন্ন অফিস আদালতের ন্যায় তারাকান্দা সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ।