এসএন বাংলা নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে ঝিকরগাছার নাভারন দেউলী উত্তর পাড়া জোনাকী ক্রীয়া সংঘের পক্ষ থেকে সারাদিন ব্যাপী ক্রীয়া প্রতিযোগিতা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে দেউলী উত্তর পাড়ার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃসোলাইমান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যের রাখেন,এসএন বাংলা নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক মোঃমিলন কবির,১নং ওয়ার্ড যুগলীগ নেতা হারুন-অর রশিদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দেউলী উত্তর পাড়ার মনির উদ্দীন গাজী,ইসলাম মোল্ল্যা।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন,মোঃখোরশেদ আলম।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,দেউলী উত্তরপাড়া জোনাকী সংঘের ইকরাম বাবু,হাসিবুল হাসান (শান্ত),আবু সাঈদ (সুমন),হাসানুজ্জামান (রিদয়),জাহিদ হাসান(তুহিন),
মিরাজুল ইসলাম(শাকিল),সাঈদুর রহমান,রেদোয়ান গাজী,আবু সাঈদ গাজী,বিপ্লব গাজী প্রমুখ। পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।