মফিজ উদ্দিন তালুকদারঃ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা সি,কে,পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।গত ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবসের ৫০তম পুর্তিতে এ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আঃ রউফ, সিনিয়র শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক পীযুষ কান্তি গুণ মিঠু, সহকারী শিক্ষক মুহাম্মদ মাকসুদ ও তরুণ সংগঠক মেহেদী হাসান রাসেল।
এ সময় মেহেদী হাসান রাসেল বলেন, আগামী প্রজন্ম হবে সৎ, সচেতন ও দেশপ্রেমিক। আমরা তরুন ছাত্রসমাজ কেন্দ্রীয় লাল সবুজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আলম সোহেল ভাইয়ের নির্দেশে মহান বিজয় দিবসে বৃক্ষ রোপন করি। তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বপ্রান্তে, ইনশাল্লাহ অনুষ্ঠান বাস্তবায়নে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজিজুল ইসলাম, ইয়াসিন হোসেন, আলমগীর হোসেন, শাহিনুর রহমান পায়েল, আসিব ইকবাল, রাকিব হোসেন, মোঃ সোহেল, রাব্বি আহমেদ, রাকিব মিয়া, কবির হাসান, পিয়াস, অর্নব হাসান আশিক, অন্তর আহমেদ প্রমুখ সহ আরো লাল সবুজের কর্মীবৃন্দ।