এসএন বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র (সিটিভি) প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পর ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে। রোববার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘন্টার সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি দায়িত্ব গ্রহণের পর থেকেই সিটিভির নানামুখী উন্নয়ন এবং ২৪ ঘণ্টার সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় আজ রোববার থেকে কাঙ্ক্ষিত এবং পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সিটিভি।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিভিটি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। প্রথমে সান্ধ্যকালীন দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারিত হয় ২০১৬ সাল পর্যন্ত। প্রায় ২০ বছর পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ৬ ঘণ্টার স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম। ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে শুরু হয় ৯ ঘণ্টার সম্প্রচার। ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু হয় ১২ ঘণ্টা সম্প্রচার।