মোঃ গোলাম রহমান : সোমবার দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শেখ মোসলেম আহমেদ, সহ.সভাপতি শেখ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, রিপোর্টার্স ক্লাবের আইয়ুব হোসেন ও সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান। ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক সুজাউল হক, মনিরুল ইসলাম মনি, সরদার ইমরান হোসেন, সরদার জিল্লুর, রাজু রায়হান, জুলফিকার আলী, হাবিবুর রহমান রনি, মিলন দত্ত, আদিত্য কুমার, গোপাল ঘোষ বাবু, হাবিবুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, হোসেন আলী, আক্তারুজ্জামান, আলী হাসান, সুমন হোসেন, সাব্বির হোসেনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা।
এ পেশায় থেকে দেশ ও দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করা অনেকটাই সম্ভব। সাংবাদিকরা যেন ব্যক্তি আক্রোশ থেকে দূরে থাকে, এটি অত্যন্ত জঘন্য এবং ঘৃণিত কাজ। গঠনমূলক সমালোচনা করা উচিত। তেমনি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।’ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অহিদুজ্জামান খোকা এবং গীতা পাঠ করেন দেবাশীষ চক্রবর্তী বাবু।