আমির হোসেন,স্টাফ রিপোর্টার : গতকাল (২৬ ডিসেম্বর রবিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দু’একটি অপৃতিকর ঘটনা ছাড়া সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর ও দিরাই তিন উপজেলায় ২১ টি ইউনিয়নে ৭ টিতে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী। ৯টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪ টিতে বিএনপির সতন্ত্র প্রার্থী ও বাকি ১ টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে জয়ী পয়েছেন। রোববার সারাদিন ভোট গ্রহণ শেষে এই ফলাফল জানিয়েছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার ।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানাযায়,
সুনামগঞ্জ জেলার তিন উপজেলা বিশ্বম্ভরপুর, দিরাই ও জগন্নাথপুর উপজেলার ২১ ইউনিয়নে বেসরাকীভাবে নির্বাচিত বিজয়ী চেয়ারম্যানগণ হচ্ছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন ৬নং করিমপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী লিটন কুমার দাস(লিটু),রফিনগর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শৈলেন্দ্র কুমার তালুকদার,ভাটিপাড়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের (বিদ্রোহী)আনারস প্রতিকের বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ,জগদল ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হুমায়ূন রশিদ লাভলু, রাজারনগর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) চশমা প্রতিকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল,সরমঙ্গল ইউপিতে বিএনপির সমর্থিত(চশমা প্রতিকের) মোয়াজ্জেম হোসেন জুয়েল,চরনারচর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী )আনারস প্রতিকের প্রার্থী পরিতোষ রায়,তাড়ল ইউনিয়নে বিএনপির সমর্থিত ইউনিয়ন যুবদলের সভাপতি চশমা প্রতিকের মো. আলী আহমদ,এবং কুলজ্ঞ ইউপিতে(আওয়ামীলীগের বিদ্রোহী) মোটর সাইকেল প্রতিকে মো. একরার হোসে বিজয়ী হয়েছেন।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে একটিতে নৌকা নুরে আলম সিদ্দিকী তপন,পলাশ ইউপিতে আওয়মিীলীগের বিদ্রোহী প্রার্থী(মোটর সাইকেল) প্রতিকে যুবলীগ নেতা মো. সুহেল আহমদ সুহেল,ধনপুর ইউপিতে(আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী) গোড়া প্রতিকের মো. মিলন মিয়া,দক্ষিন বাদাঘাট ইউপিতে( মোটর সাইকেল) প্রতিকের প্রার্থী এডভোকেট. ছবাব মিয়া ও ফতেপুর ইউনিয়নে( লাঙ্গল) প্রতিকের মো. ফারুক মিয়া সেরকারীভাবে নিার্বচিত হয়েছেন। জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীগন হচ্ছেন,৭নং কলকলিয়া ইউপিতে (স্বতন্ত্র) প্রার্থী লন্ডন প্রবাসী মো. রফিক মিয়া,২নং পাটলী ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মো. আঙ্গুর মিয়া,চিলাউরা হলদিপুর ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী মো. শহিদুল ইসলাম,৬নং রানীগঞ্জ ইউপিতে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ ছদরুল ইসলাম,৭নং সৈয়দপুর সাহারপাড়া ইউপিতে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. আবুল হাসান,আশারকান্দি ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) প্রার্থী মো. আয়ূব খান ও পাইলগাওঁ ইউপিতে আওয়ামীলীগের (বিদ্রোহী) মো. মখলুস মিয়া। সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী , সুনামগঞ্জ জেলার ৩ উপজেলার ২১ ইউনিয়নের ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তিনটি উপজেলায় উৎবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে, দিরাই, জগন্নাথপুর ও বিশ্বম্বরপুর। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া চতুর্থ ধাপের ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। এ তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন, ১২৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৮২৩ জন ও সাধারণ সদস্য পদে ২৬৪ জন। এরমধ্যে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৫৭ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ১০৮ জন ও সাধারণ সদস্য পদ প্রার্থী ৩৬১ জন। এ উপজেলায় ৮৬ টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৭৩৩ জন ও নারী ভোটার ৮১ হাজার ২৫৩ জন। জগন্নাথপুর উপজেলায় ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৩৭ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ৮৯ জন ও সাধারণ সদস্য পদ প্রার্থী ২৩৪ জন। এ উপজেলার ৭৭ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৪৯ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৮২৩ জন। বিশ্বম্ভরপুর উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ৩০ জন, সংরক্ষিত সদস্য পদ প্রার্থী ৬৬ জন ও সাধারণ সদস্য পদ প্রার্থী ২২৮ জন। এ উপজেলায় ৪৭ টি কেন্দ্রে মোট ভোটার ৪৫ হাজার ৩১৮ জন।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ কেন্দ্রে মোট ভোট ২ হাজার ১৮৮টি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সব্যসাচী দাস জানান, বেলা ১১ টা পর্যন্ত ৯টি ব্যালট বই চলছে। জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছুবা মিয়া জানান, এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কলিয়ার কাপন গ্রামের ইকবাল আহমদ চৌধুরী ওয়াকিব মিয়া জানান, সকাল ৮টা থেকে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। একই গ্রামের ইলিয়াছ মিয়া চৌধুরী জানান, সকাল ১০টায় তার ৯৫ বছর বয়সী মাকে ভোট দিতে কোলে করে কেন্দ্রে এনেছেন। তিনি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের ভোটার গণ ও ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভাবেই।
বিশ্বমভর পুর উপজেলার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম জানান সুনামগঞ্জ জেলার তিন টি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকি পূর্ণ কেন্দ্র পরিদর্শন করেছি কোন অপ্রীতিকর ঘটনার খবর পাই নি। ভোটার গণ সকাল থেকেই নিজ নিজ ভোট কেন্দ্রে লাইনে দাড়িঁয়ে ভোট দিয়েছেন। আইন শৃংখলা বাহিনী খুব সতর্ক অবস্থানে ছিল।