মিলন কবিরঃ কলারোয়ায় ২দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাষক হুমায়ূন কবির। বৃহস্প্রতিবার দুপুরে কলরোয়া উপজেলা চত্তরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উদ্দ্যেগে মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু,কলারোয়া থানার নবাগত ওসি নাসির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।উক্ত মেলা ৩০শে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১শে ডিসেম্বর পযর্ন্ত।
মেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন,৪৩তম ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ে শিক্ষার্থীরা অংশ গ্রহন করে যে উদ্ভাবনী প্রর্দশন করলেন তাতে আমি মুগ্ধ।এভাবে বিজ্ঞান চর্চা করলে একদিন শিক্ষার্থীরা ভালো কিছু করবে।তারা যদি ভালো কিছু করে তবে তাদের জন্য সকল সহযোগিতা থাকবে সরকারী ভাবে ।