আমির হোসেন,স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে(৩০ডিসেম্বর) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন কালে তিনি হাসপাতালের ইনডোর,আউটডোর, এএনসি-পিএনসি কর্নার,মেটার্নিটি ওয়েটিং হোমসহ সকল বিভাগ ঘুরে দেখে সন্তোষ্টি প্রকাশ করেন ও হাসপাতালের সেবার মান কিভাবে আরোও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি সেবার মান বৃদ্ধির জন্য শূন্য পদগুলো দ্রুত পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,ডাঃ ফয়েজ আহমেদ,ডাঃ সুমন বর্মন,উপ-সহকারী মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব,ফয়েজ আহমেদ নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।