শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন ঝিনাইদহের ৪ টি আসনে ৪ জন আওয়ামীলীগ, ১৩ জন সতন্ত্রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল ঝিনাইদহে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নিরংকুশ বিজয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও পার্বত্য জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন- মো. রেজুয়ান খান ঝিনাইদহে ৩ হাজার ১’শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ শার্শা আসনে মনোনয়ন জমা দিলেন শেখ আফিল উদ্দিন শার্শা সাংবাদিক কন্যা আরিশার ১১তম শুভ জন্মদিন পালন ঝিনাইদহবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি সমি ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৪

ভারতের দেয়া আইসিইউ এ্যাম্বুলেন্স সুনামগঞ্জের স্বাস্থ্য সেবায় অন্যতম ভূমিকা রাখবে-ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫৭ Time View

আমির হোসেন,স্টাফ রিপোর্টার : ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেছেন, হাওরের জেলা হচ্ছে সুনামগঞ্জ তাই এ জেলার মানুষ খুব পরিশ্রমি। হাওরের জেলা হওয়ায় সুনামগঞ্জে স্বাস্থ্য সেবার মান তেমন একটা ভালো না। তারপরও ভারত সরকারের পক্ষ থেকে আজকে সুনামগঞ্জ পৌরসভায় একটি আইসিইউ এ্যাম্বুলেন্সের চাবি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের নিকট হস্তান্তর করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।

আশা করি কছিুটা হলেও এই একটি আইসিইউ এ্যাম্বুলেন্স সুনামগঞ্জের স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখবে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সুনামগঞ্জ পৌরবাসীকে ভারত সরকারের দেওয়া একটি আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল এসব কথা বলেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও সাংবাদিক পংঙ্কজ কান্তি দে’র সঞ্চালনায় আলোচনা সভায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ভারতীয় হাই কমিশনারের দ্বিতীয় সচিব টিজি রমেশ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অসিম চন্দ্র বণিক,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ,সিভিল সার্জন ডা. শামস উদ্দিন,সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হেকিম,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ,শিক্ষাবিদ বাবু ধূর্জুটি কুমার বসু,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার,সাবেক অধ্যক্ষ ন্যাথানিয়াল ফেয়ার ক্রস,শিক্ষাবিদ যোগেশ^র দাস,নারী নেত্রী শিলা রায়,মহিলা সংস্থার সভানেত্রী গৌরি ভট্রাচার্য্য,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এমদাদ রাজা চৌধুরী,সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ,সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এড. শামছুল আবেদীনসহ সুশীর সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: