মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী যার যার কৃষ্টি ও সংস্কৃতি পালন করার স্বাধীনতা দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ নিশ্চিত করেছেন-পার্বত্য প্রতিমন্ত্রী রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পাহাড়ি প্রাণের উৎসব বৈসাবি পালিত ঝিনাইদহে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার ঝিনাইদহে ঈদ উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঝিকরগাছায় সেবা’র চার শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ গরীব অসহায় ও দুস্থদের মাঝে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্দ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঝিকরগাছা ফেমাস ক্লিনিক কাগজে কলমে বন্ধ, ভেতরে চলছে অপারেশন সহ সবকিছু বেনাপোলের কিশোরীর মরদেহ যশোরে উদ্ধার ঝিনাইদহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত এতিমদের সাথে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর ইফতার আয়োজন

নব-নির্বাচিত শার্শা ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ Time View

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর): তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখ শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়,বাকি ১টি আসনে সীমানা সংক্রান্ত মামলার জটিলতা থাকায় ঐ আসনটিতে নির্বাচন বন্ধ থাকে। ১০ টির মধ্যে ৫টি তে নৌকা এবং ৫ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়।

নব-নির্বাচিত প্রার্থীরা হলেন- মোঃ আসাদুজ্জামান মুকুল,১নং ডিহি ইউনিয়ন(নৌকা) মোছাঃ আনোয়ারা খাতুন,লক্ষণপুর ইউনিয়ন(নৌকা),সেলিম রেজা বিপুল,নিজামপুর ইউনিয়ন(স্বতন্ত্র),মোঃ মফিজুর রহমান,বাহাদুরপুর ইউনিয়ন(স্বতন্ত্র), মোঃ আব্দুল গফ্ফার,পুটখালী ইউনিয়ন(নৌকা),মোঃ তবিবুর রহমান,গোগা ইউনিয়ন(স্বতন্ত্র), মোঃ আলতাফ হোসেন,কায়বা ইউনিয়ন(স্বতন্ত্র),মোঃ আব্দুল খালেক,বাগআঁচড়া ইউনিয়ন(স্বতন্ত্র),মোঃ রফিকুল ইসলাম,উলাশী ইউনিয়ন(নৌকা) এবং মোঃ কবির উদ্দিন আহম্মেদ তোতা,১০নং শার্শা ইউনিয়ন পরিষদ(নৌকা)।

গত ৯ জানুয়ারী ২০২২ ইং তারিখ যশোর জেলা কালেক্টরেট(ডিসি) কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান উপরিল্লিখিত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান এবং গত ১২ জানুয়ারী ২০২২ ইং তারিখ শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১০ টি ইউপি সদস্যদের কে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করান শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। শার্শা উপজেলা ঘিরে এখন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের দায়িত্বভার গ্রহনের কর্মসুচির কার্যক্রম চলছে।

এ পর্যায়ে সর্বপ্রথম দায়িত্বভার গ্রহনের আনুষ্ঠানিকতার কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে অত্র উপজেলার ১০নং শার্শা ইউনিয়ন পরিষদে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারী ২০২২ ইং) ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার প্রদান করা হয় নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন আহম্মেদ তোতা কে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। নব-নির্বাচিত ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শার্শা উপজেলা আ.লীগ সভাপতি- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আ.লীগ সহ:সভাপতি- সালেহ আহম্মেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য-অধ্যক্ষ ইব্রাহীম খলিল।

ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার,সাংগঠনিক সম্পাদক-আল-আমিন রুবেল সহ স্থানীয় আ.লীগ নেতা-নেতৃবৃন্দ। দায়িত্বভার গ্রহণ শেষে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন সকলকে ইংরাজী নব-বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইউনিয়ন এলাকায় সরকারের সকল বিষয়ের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার আহ্বান জানান দায়িত্বভার গ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন আহম্মেদ তোতা সহ ইউপি সদস্যদের প্রতি। পরে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন এমপি শেখ আফিল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: