স্টাফ রিপোর্টার: সপ্তম দফায় গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) তাহিরপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের দাপটে ভরাডুবি হয়েছে দলীয় প্রার্থীদের। শুধু ভরাডুবিই নয়! ৭ ইউনিয়নের মধ্যে উত্তর বাদাঘাট ও দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নিত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী হারিয়েছেন তাদের জামানত। উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মোঃ সুজাত মিয়া বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকে ৪৫৬ ভোট পেয়ে হারিয়েছেন তার জামানত।
এবং মো. সাইফুল ইসলাম বড়দল দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৭৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এদিকে বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন ১১৫০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন পেয়েছেন ১১১৬০ ভোট। এবং দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজ্বী এম এ ইউনুছ আলী ৫২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মো. সবুজ আলম পেয়েছেন ২৫১৪ ভোট।