স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার সমর্থকরা। সপ্তম ধাপের ইউপি নির্বাচনে প্রথম বারের মতো ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, হাজী এম ইউনুছ আলী। নির্বাচনে বিজয়ের পর (১০ফেব্রুয়ারি) বৃহ:বার ২নং ওয়ার্ড সমর্থক’এর সাথে দেখা করতে যান।
এসম সমর্থকরা বিজয়ের শুভেচ্ছা জানাতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী কে। ফুলের মালা দিয়ে বরণ করে ভোটার ও সমর্থকেরা। ৭ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের প্রথম বারের মতো ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাজী এম ইউনুছ আলী। নির্বাচনে বিজয়ের পর ভোটার সমর্থকেরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান’র সঙ্গে দেখা করতে গেলে তারাই যে যার মতো করে গলার ফুলের মালা গেঁথে দিয়েছেন ভোটার সমর্থকেরা।
এ বিষয়ে সমর্থক আহাদ মিয়া,আঃ গফুর মিয়া,ইছব আলী,বোরহান উদ্দিন,আঃ মোমিন,নবাব মিয়া,সিবলো মিয়া ও বিন্নারবন্দ গ্রামের আবুল কালাম বলেন আমরা স্বেচ্ছায় তাকে ভালোবেসে ফুলের মালা গেঁথে দিচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী বলেন,এলাকাবসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের খেদমত করার সুযোগ দিয়েছেন। আমি সম্মানিত ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ, সম্মানিত ভোটার ও সমর্থকেরা শুভেচ্ছা জানাতে আমার বাড়িতে এসে ফুলের মালা পরিয়েছেন এটি আমার প্রতি তাদের ভালবাসা। আরো বলেন ইউনিয়ন বাসী ভোটের মাধ্যমে যে ভালোবাসা দেখিছেন তা আমি ভুলতে পারবনা।