শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ শাল্লা উপজেলায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-২ এর শাল্লা উপজেলায় বিএনপি, ও অঙ্গসংগঠনের আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী’র রোগমুক্তি জন্য দোয়া ও দলীয় নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাটিবাংলার মাটি ও মানুষের প্রিয় মুখ, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে শাল্লা উপজেলা বিএনপির সভাপতি বাবু গনেদ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ এর পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ চৌধুরী দেশবাসীর কাছে নেত্রী ও নেতার সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, আগামীর দিনে নাছির উদ্দিন চৌধুরী’র অবর্তমানে দিরাই-শাল্লা’র মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে, শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাট ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁকে সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীর পথচলা জনতার কল্যাণে সুদূর প্রসারি হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: