মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর): যশোরের শার্শায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণ গেছে এবং আহত হয়েছে আরো দুই জন। শনিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার রাজনগর শ্যামলাগাছি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। শার্শার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান নিহত দুই জনের পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন,উপজেলার ধান্যখোলা গ্রামের রমজান আলির ছেলে মইন হোসেন(৩০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আশরাফুল ইসলামের (৩৫) নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন,শনিবার রাতে শ্যামলাগাছি নামক স্থানে দুটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে এতে একটি মোটরসাইকেলে দুজন আরোহি ছিলেন। তারা দু’জনই ঘটনাস্থলে মারা যান।অপর মোটরসাইকেলের চালক ও আরোহি মারাত্নক ভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন।তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।