শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন ঝিনাইদহের ৪ টি আসনে ৪ জন আওয়ামীলীগ, ১৩ জন সতন্ত্রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল ঝিনাইদহে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের নিরংকুশ বিজয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও পার্বত্য জনপদে চোখ ধাঁধানো উন্নয়ন- মো. রেজুয়ান খান ঝিনাইদহে ৩ হাজার ১’শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ শার্শা আসনে মনোনয়ন জমা দিলেন শেখ আফিল উদ্দিন শার্শা সাংবাদিক কন্যা আরিশার ১১তম শুভ জন্মদিন পালন ঝিনাইদহবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নৌকার মাঝি সমি ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৪

সুনামগঞ্জ চালিত ইজিবাইক চালু রাখার দাবীতে হাজারো শ্রমিকের মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২১৮ Time View

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ শহরে বেটারী চালিত অট্রোরিকসা ও ইজিবাইক চালু রাখার দাবীতে হাজারো শ্রমিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে হাজারো মালিক শ্রমিক অংশগ্রহন করেন। সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি মোছাদ্দেক আলী বাবলু,যুগ্ম সাধারন সম্পাদক নবীনুর হোসেন,মো. হাফিজুর রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক মো. শোয়েব আহমদ,মুক্তিযোদ্ধা সন্তান মো. রুহেল মিয়া,একে মিলন আহমদ,মো. আউয়াল মিয়া,টিপু মিয়া,শফিক মিয়া,বিশ্বজিৎ,মাসুক মিয়া,আবুল হোসেন,সাজ্জাদ মিয়া,শাহিন মিয়া,আলম মিয়া,নাঈম মিয়া ও মহিলা সদস্য মোছা. ময়না বিবি প্রমুখ। সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমদ বলেছেন,সুনামগঞ্জ শহরে ৬৫০টি বেটারী চালিত ইজিবাইক মালিকগণ পৌরসভা কর্তৃক বৈধভাবে লাইসেন্স নিয়ে শহরে চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। এই ইজিবাইকের সাথে আরো ৬৫০জন চালক এবং তাদের পরিবারের মোট ৩ হাজার পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্ভরশীল ছিল এই ইজিবাইকের উপর।

 

তিনি বলেন,২০১৭ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের কারণে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে আমরা বিগত চারটি বছর মহামান্য হাইকোর্টের পক্ষ হয়ে মামলাটি পরিচালনা করি এবং মহামান্য হাইকোর্ট গত ১৫/০২/২০২১ ইং তারিখে উক্ত মামলাটি খারিজ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে সুনামগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যান,পৌরসভার মেয়রের সাথে মালিক শ্রমিক নেতাদের নিয়ে মতবিনিময় করে পৌরসভা থেকে ৬৫০টি ইজিবাইকের লাইসেন্স নিয়ে শহরে ইজিবাইক চলাচলের মাধ্যমে এই বিশাল বেকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়। এখন হঠাৎ করে ঢাকার ইকো মটরস নামে একটি কোম্পানী তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য সারাদেশে প্রায় তিনকোটি চালকের জীবন জীবিকা বন্ধ করে দিতে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। ফলে মহামান্য হাইকোর্ট সারাদেশে ৪৩ লাখ ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি আরো বলেন,সুনামগঞ্জে ইজিবাইক চালিত এই কর্মহীন বিশাল শ্রমিকদের ইজিবাইক চালু রাখতে বঙ্গবন্ধুর কন্যা,মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সুনামগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের নিকট জোর দাবী জানান। তিনি বলেন হাওরের এই জেলায় কোন ধরনের শিল্প কলকারখানা গড়ে না উঠায় নিম্নআয়ের বিশাল জনগোষ্ঠি বেকারত্বের অভিশাঁপ থেকে পরিত্রানের জন্যই বৈধভাবে ইজিবাইক পরিচালনা করে আসছিলেন। কিন্ত এই ইজিবাইক চলাচল বন্ধ করা হলে চালকরা কর্মহীন হবে ফলে শহরে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশংঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক ঐক্য পরিষদের সাধারন মো. আনোয়ার মিয়া অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিতিকৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: