মিলন কবিরঃ যশোরের বাগআঁচড়ায় ১০২পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে বাগআচড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫যশোর-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,সহ সভাপতি সালে আহম্মদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ এসএম ইব্রাহিম খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ,
বাগআচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াছ কবীর বকুল,কায়বা ইউনিয়নের সভাপতি হাসান ফিরোজ টিংকু,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,শংকরপুর ইউনিয়নের সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আদম শফিউল্লাহ, চেয়ারম্যান কবির আহমেদ তোতা, গোবিন্দ চ্যাটার্জী,
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ শান্তি প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর চিত্রাংকনে জারিন তাসনিম,সংগীতে মাইশা রহমান মৌ,কবিতা আবৃত্তিতে আতকিয়া লাবিবা ও নৃত্যে তাবাচ্ছুম খাতুনের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এর আগে বাগআচড়া বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়া হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হযরত মাওলানা আলহাজ্ব হাফেজ খায়রুল বাশার।