বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শার্শায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা পুরো কমিশনের উপস্থিতিতে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবেন : সিইসি ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস আজ ঝিনাইদহের ৪ টি আসনের যাচাই বাছাই সম্পন্ন আওয়ালীগের এক বিদ্রোহীসহ ৭ জনের মনোনায়ন পত্র বাতিল আদালতের শাস্তি এড়াতে ধর্ষিতাকে বিয়ে করলেন ঝিনাইদহের এক যুবক! ঝিনাইদহে এমপি সমি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন করা হলো ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন ঝিনাইদহের ৪ টি আসনে ৪ জন আওয়ামীলীগ, ১৩ জন সতন্ত্রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল ঝিনাইদহে প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

শার্শার যুবলীগ নেতা নাজমুলের দিনব্যাপি কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৪৯ Time View
মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর): বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচী’র অংশ হিসেবে শার্শা উপজেলার কৃতিসন্তান কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপণ উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচী পালন করেছেন।
বৃহস্পতিবার (১৭ ই মার্চ) সকালে ৮৫,যশোর-১ শার্শা আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম তবিবুর রহমান সরদার এর কবর জিয়ারতের মাধ্যমে যুবলীগ নেতা নাজমুল তার  কর্মসূচি শুরু করেন ৷
এরপর দুপুরে অত্র উপজেলার নাভারনস্থ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজি গাছের চারা রোপন করা হয় ৷ বিকালে বাদ আসর সেখানকার    মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি,এ সময় তার সাথে দলীয় নেতা-কর্মীরাও মোনাজাতে শরীক হন।
যুবলীগ নেতা নাজমুল হাসান ঐ দিন বিকালে শার্শা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপণ উপলক্ষে অনুষ্টিত “মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলা-২০২২” এর উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন৷ এরপর তিনি বেনাপোল পৌরসভাধীন ছোট আঁচড়া মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শন করেন,সেখানে তিনি শার্শা উপজেলার যুবলীগ সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য-অহিদুজ্জামান অহিদের সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। অহিদ ভাই এর বড় ভাই শার্শা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ভাই এর অসুস্থতা এবং চিকিৎসা বিষয়াদি নিয়ে আলাপ করেন এবং নুরুজ্জামান ভাই এর দ্রুত সুস্থতা কামনা করেন।
সন্ধ্যার দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে দীর্ঘ সময় অবস্থান করেন,সেখানে তিনি সেখানকার দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন ৷ সেখানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাথে একত্রিত হয়ে কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উযযাপন করেন।
পরে কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক,বেনাপোল পৌর আ,লীগ সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চেকপোষ্ট এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- ফারুক হোসেন উজ্জ্বলের সার্বিক সহযোগীতায় পরিচালিত টেলি পর্দায় দেখানো বঙ্গবন্ধু’র জীবনীর প্রামাণ্যচিত্র কিছু সময় উপভোগ করেন, এরপর তার দিনব্যাপি অনুষ্ঠান কর্মসূচী সমাপ্তি ঘোষনা করা হয়।
বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও শিশু দিবসের  দিনব্যাপী কর্মসুচীর অনুষ্ঠান গুলোয় সরাসরি অংশ নেন- মোঃ বাবলুর রহমান বাবলু, সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। মোঃ সাইদুজ্জামান বিটন, সাবেক আহবায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ,শার্শা উপজেলা শাখা। মোঃ জাকির হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শার্শা উপজেলা শাখা, সরদার শাহরিন আলম বাদল সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা ছাত্রলীগ,  যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন, হাজী বাবলুর রহমান বাবলু ও ফেরদৌস চৌধুরী রাজু , শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জাবের রেজোয়ান রুমেল, ডিকুল হোসাইন সহ শতাধিক নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: