আমির হোসেন,স্টাফ রিপোর্টার: মাঠগাঁও বিওপির টহল দল ২২ মার্চ দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩১,৫০০/- টাকা। আশাউড়া বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৭,৫০০/- টাকা।
বালিয়াঘাটা বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫,০০০/- টাকা। বাগানবাড়ী বিওপির টহল দল ২৩ মার্চ সীমান্ত পিলার ১২২৭/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- টাকা। চিনাকান্দি বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২০,৫০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,৮৫০/- টাকা। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু ও বিড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মাহবুবুর রহমান।