মিলন কবিরঃ শার্শার ঐতিহ্যবাহি জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ । বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও এম রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করে ‘অপারেশন সার্চ লাইট’ নামে ইয়াহিয়া সরকার বাঙালীদের ওপর অতর্কিত আক্রমণ করে বলে পূর্বপাকিস্তানে-বাঙালি মানুষ চাই না মাটি থাকলেই হবে। বিষয়টি আঁচ করতে পেরে বঙ্গবন্ধু, আক্রমণ ও তাকে গ্রেফতারের পূর্বে স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি স্কুলের ছাত্রছাত্রীদেরকে ২৫ শে মার্চ কালো রাত গণহত্যা দিবস সম্পর্কে ধারনা দেন।গণহত্যা দিবস সম্পর্কে কবিতা পাঠ করে শোনান ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি ও সাহিত্যিক এম রফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠানের মাধ্যেমে অনুষ্ঠানের ইতি টানা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।