শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝিনাইদহে ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ঝিনাইদহে গুড়ি গুড়ি বৃষ্টি এসেছে শীতের আমেজ শার্শায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা পুরো কমিশনের উপস্থিতিতে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবেন : সিইসি ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস আজ ঝিনাইদহের ৪ টি আসনের যাচাই বাছাই সম্পন্ন আওয়ালীগের এক বিদ্রোহীসহ ৭ জনের মনোনায়ন পত্র বাতিল আদালতের শাস্তি এড়াতে ধর্ষিতাকে বিয়ে করলেন ঝিনাইদহের এক যুবক! ঝিনাইদহে এমপি সমি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন করা হলো ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর সংবাদ সম্মেলন

পুলিশের ওপর পাচারকারীদের হামলা, মোটরসাইকেল চাপায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮২ Time View

মিলন কবিরঃ যশোরের শার্শা উপজেলায় পুলিশের যৌথ অভিযানে স্বর্ণপাচারকারীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলে চাপা পড়ে এক যুবক নিহত হন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার জামতলা এলাকার ওরিয়েন্টাল ওয়েল কোম্পানি লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার বাসিন্দা কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে জামতলার পাঁচপুকুর এলাকায় যশোর ডিবি (গোয়েন্দা শাখা) ও শার্শা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের মোট ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ সময় কয়েকটি মোটরসাইকেলে চোরাকারবারির একটি দল পুলিশের ওপর চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা রাবার বুলেট ছুড়লে হামলাকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলের ২০০ গজ দূরে মোটরসাইকেলের নিচে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান বলেন,  চোরাকারবারিরা পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশও পাল্টাগুলি চালালে তারা পালিয়ে যায়। এ সময় একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, প্রাইভেটকার থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। এ ঘটনায় দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: