নিজস্ব প্রতিনিধি:শার্শার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান।নির্বাচনের সার্বিক পরিস্থি দেখতে দুপুরে ভোট কেন্দ্র পরির্দশন করেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ও ওসি মামুন খান। নির্বাচনে ৫টি সাধারন অভিভাবক পদের বিপরীতে ১০ জন প্রতিদন্ধিতা করেন।নারী পুরুষসহ ভোটার ছিলেন ৪৯৭ জন। এতে শাহরীয়ার আম প্রতিক নিয়ে ১৭৮ ভোট,ওজিয়ার রহমান মই প্রতিক ১৭৭ ভোট,খলিল মিয়া ফুটবল প্রতিক ১৭৩ ভোট ও রেজাউল দেয়াল ঘড়ি প্রতিক ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে রুমা খাতুন কলস প্রতিক ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে শামিম সিলিং ফ্যান প্রতিকে ১৬৭ ভোট, তুহিন হোসেন মাছ প্রতিকে ১৭২ ভোট,মিলন গাজী বাই সাইকেল প্রতিক ১৭২ ভোট, এ ছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে আসমা আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে ১৬৮ভোট পেয়েছেন।
এ ব্যাপারে প্রিজাইটিং অফিসার হাফিজুর রহমান জানান,সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ছিলো আমার মুল লক্ষ। সেটা আমি সকলের সহযোগিতায় উপহার দিতে পেরেছি।