নিজস্ব প্রতিনিধি: ৭নং নাভারন ইউনিয়ন আনসার সদস্য খোরশেদ আলমের উদ্দ্যেগে সেচ্ছায় রাস্তা সংস্কারের কাজ শুরু কর হয়। রবিবার(২৩-১০-২২)সকালে নাভারন কলাগাছি গ্রামে সেচ্ছায় কাজ শুরু করেন সংগনটির সদস্যরা। পাকা রাস্তা ভেঙ্গে পুকুর গর্ভে চলে যাচ্ছে এমন অবস্থা দেখে কারোর মুক্ষাপেক্ষি না হয়ে নিজেরা সেচ্ছা শ্রমের মাধ্যমে পুকুরের পাড় বেঁধে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন,উত্তর দেউলী কল্যাণ সমিতির সভাপতি খোশেদ আলম মাসুদ,সাধারন সম্পাদক ডা:শামীম হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক তুহিন,অর্থ সম্পাদক লাল্টু সরদার.প্রচার সম্পাদক আহাদ আলী প্রমুখ।