মিলন কবির,নিজস্ব প্রতিনিধি: কঠোর প্রশাসনিক নিরাপত্তার মধ্য কোন রকম গন্ডগোল ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বেনাপোল পৌরসভার নির্বাচন। বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নৌকা প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন,নাসির উদ্দিন নৌকা প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ১৩হাজার ২৬৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ৩হাজার ৮২৫ ভোট।অপর প্রতিদ্বন্দি ফারুক হোসেন উজ্জ্বল জগ প্রতিকে পেয়েছেন ৪৩১ভোট।

বেনাপোলের মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন
“সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৭হাজার ৫৯৮টি।এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৭হাজার ৫২১টি।”
নির্বাচনে বিজয়ী হওয়ার পর বেনাপোল পৌরবাসীকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন।
নৌকার প্রার্থী বলেছেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু কিছু ক্রটি ছিল, ইভিএমের কারণে, অনেকে ভোট দিতে পারেনি।কেউ কেউ ভোগান্তির শিকার হয়েছেন।

বেনাপোলের মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন
সোমবার দিনভর বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ৯৫টি ভোট কক্ষে ইভিএমের ভোট গ্রহণের পর সন্ধায় ফলাফল দেয় নির্বাচন কমিশন। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকের নাসির উদ্দিনের কাছে ৯হাজার ৪৪০ হাজার ভোটে পরাজিত হন।