বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি-“উঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ” এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে বিকশিত ফাউন্ডেশন এবং বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন শিক্ষা বৃত্তি প্রদান
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জি, দৈনিক যায়যায়দিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি তারেক মহমুদ, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ও হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের একাউন্ট অফিসার সুফিয়া খাতুন, সেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত ও সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩৮ জন শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয়। এর মধ্যে স্কুলের ১৭ জন মেয়েকে মাসিক ৪’শত টাকা হারে ৩ মাসের ১২’শত টাকা এবং কলেজ পর্যায়ে ২১ জনকে মাসিক ৫’শত টাকা হারে ৩ মাসের ১৫’শত টাকা করে প্রদান করা হয়।
উল্লেখ্য, হিরো উমেন শিক্ষা বৃত্তি ২০০৩ সাল থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।