শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় পুলিশের গুলিতে নিহত ঝিনাইদহের সাব্বিরের বাড়িতে চলছে শোকের মাতম দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-১০ মা হতে চলেছেন কণ্ঠ ও অভিনয়শিল্পী মেহা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন ঝিনাইদহে বিএম সভা অনুষ্ঠিত শার্শা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঘর পেলো এতিম বালক জাহিদ হাসান নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে ৪৭ ঘণ্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সাংবাদিকদের সাথে ডব্লিউডিডিএফ’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View
প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সাংবাদিকদের সাথে ডব্লিউডিডিএফ'র মতবিনিময়
প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সাংবাদিকদের সাথে ডব্লিউডিডিএফ'র মতবিনিময়

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় প্রতিবন্ধী নারীদের উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেসরকারি সংস্থা ওমেন উইথ ডিজএ্যাবিলিটস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)। ৩রা সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বগুড়া শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ডব্লিউডিডিএফ এর জেলা সমন্বয়কারী আব্দুলাহ আল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডব্লিউডিডিএফ’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।

 

সভার উদ্দেশ্য বর্ণনা করেন ডব্লিউডিডিএফ’র প্রোগ্রাম সমন্বয়কারী হুমায়ুন কবীর। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে প্রতিবন্ধীতা এবং সহিংসতা বিষয়ের ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্যে আশরাফুন নাহার মিষ্টি জানান, ডব্লিউডিডিএফ বগুড়ার জেলার সদর, সোনাতলা ও কাহালু উপজেলায় প্রকল্পের মাধ্যমে নারী প্রতিবন্ধীদের অধিকার আদায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে। এই সংগঠনের আওতায় জেলার সদর উপজেলায় ৩৮৯ জন, সোনাতলা উপজেলায় ৩৮৬ জন ও কাহালু উপজেলা ৩৭৪ জন নারী প্রতিবন্ধী রয়েছে। জেলার তিন উপজেলায় ১০৫৪ জনের মধ্যে সার্ভে করে দেখা গেছে, এরমধ্যে নিরক্ষর রয়েছে ৪৯৩ জন ও অধ্যয়নরত রয়েছে ৭৬ জন।

সার্ভেতে তিন উপজেলায় ১১৪৯ জন প্রতিবন্ধী নারীর মধ্যে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন ৩২০ জন, এরমধ্যে ৩০০ জন একাধিকবার হয়রানির শিকার হয়েছেন। হয়রানির অনেক অভিযোগ আদালতে এখনও বিচারধীন রয়েছে। এরপর সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা সভা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক, প্রতিদিনের বাংলাদেশ বগুড়া ব্যুরো চিফ মোহন আখন্দ, দেশ রুপান্তরের বগুড়া প্রতিনিধি জনি সাখাওয়াত, বণিক বার্তার বগুড়া ব্যুরো এইচ আলিম, এটিএন নিউজের বগুড়া ব্যুরো চপল সাহা, ইত্তেফাকের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মিলন রহমান, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু ও হাফিজা বিনা সহ অনেকে। এসময় সাংবাদিকরা সমসাময়িক প্রতিবন্ধী ব্যক্তিদের সহিংসতা ও তা প্রতিরোধের বিষয়ে বিশদ আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: