শার্শায় হিন্দু সম্প্রদায়ের সাথে “এমপি আফিলের” মতবিনিময় সভা
মিলন কবির
-
Update Time :
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
-
৫৬
Time View
শার্শায় হিন্দু সম্প্রদায়ের সাথে “এমপি আফিলের” মতবিনিময় সভা
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব-(২০২৩) উদযাপন উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ৮৫,যশোর-১(শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস। অনুষ্ঠানে শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের ৩২ টি পূঁজা মন্ডপের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, “দুর্গাপূঁজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত পূঁজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিকট সরকারি সহায়তা ও এমপি আফিলের নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার(ভূমি)ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আকিকুল ইসলাম,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া,শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান- সালেহ আহমেদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক- নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল,আসাদুজ্জামান বাবলু,প্রচার সম্পাদক অহিদুল হক পুটু,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- বজলুর রহমান,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- কবির উদ্দিন আহমেদ তোতা,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মফিজুর রহমান মফিজ,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- তবিবুর রহমান তবিসহ অন্যন্য নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category