সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় মনিরামপুরের তিনটি পাইকারি(কাঁচামালের আড়ৎ)ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। গত ৩১শে অক্টোবর(মঙ্গলবার) সকালে উপজেলার পাইকারি কাঁচা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলী হাসান।

নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় জরিমানা
এসময় ভাই ভাই ভান্ডার, মেসার্স সরদার ভান্ডার, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারে অভিযান চালানো হয়।অভিযানে দেখা যায়, প্রত্যেকটি আড়ৎতে সরকার নির্ধারিত আলুর দাম ৩৬ টাকার পরিবর্তে ৪৫ টাকা বিক্রি করছে।এছাড়াও তারা যেসকল স্থান থেকে আলু ক্রয় করছে বলে মোবাইল কোর্টকে বলেছে তাদের নিকট হতে আলু ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি। আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভাই ভাই ভাণ্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডার এর মালিক হানিফ আলী, মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে ১০,০০০ টাকা করে সর্বমোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
https://www.youtube.com/watch?v=HqOOI4e9xmQ&t=10s&pp=ygUKaGlsbGEgYml5ZQ%3D%3D
জনস্বার্থে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিল্যান্ড আলী হাসান। তবে এ ধরনের অভিযান বাজারের সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিচালনা করলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে ধারণা করছে নেটিজেন্ডরা।