শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় পুলিশের গুলিতে নিহত ঝিনাইদহের সাব্বিরের বাড়িতে চলছে শোকের মাতম দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-১০ মা হতে চলেছেন কণ্ঠ ও অভিনয়শিল্পী মেহা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন ঝিনাইদহে বিএম সভা অনুষ্ঠিত শার্শা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঘর পেলো এতিম বালক জাহিদ হাসান নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে ৪৭ ঘণ্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের ৪ টি আসনের যাচাই বাছাই সম্পন্ন আওয়ালীগের এক বিদ্রোহীসহ ৭ জনের মনোনায়ন পত্র বাতিল

বসির আহাম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ঝিনাইদহের ৪ টি আসনের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে আ’লীগের এক বিদ্রোহীসহ ৭ জনের মনোনায়ন  পত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনায়ন পত্রের মধ্যে রয়েছে ঝিনাইদহ-১-এ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)  মোঃ আবু বকর হলমনামা অসম্পুর্ণ থাকার কারনে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শিহাবুজ্জামান এক শতাংশ ভোটার স্বাক্ষরে অসত্য তথ্য  থাকার কারনে মনোনায়ন পত্র বাতিল। ঝিনাইদহ-২ এ বাংলাদেশ  সাংস্কৃতিক  মুক্তি জোট এর শরীফ মোহাম্মদ বদরুল হায়দার এর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোঃ নজরুল ইসলাম ঋণ খেলাপির দায়ে,  ঝিনাইদহ -৩ আ’লীগের বিদ্রোহী প্রার্থী মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি টি,এম আজিবর রহমান (স্বতন্ত্র) এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও  স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজিম উদ্দীন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলমনামা সংক্রান্ত সমস্যা এবং  ঝিনাইদহ-৪ এ মোঃ ইছাহক আলী বিশ্বাস (জাকের পার্টি) মনোনায়ন পত্র ঋণ খেলাপি দায়ে বাতিল হয়েছে।

ঝিনাইদহ-১ আসনে  মোট মনোনয়ন ফরম উত্তলন করা হয় ৮টি। মোট মনোনয়ন পত্র জমা হয়েছে ৮টি। যাচাই বাছাই শেষে বৈধ হয়েছে ৬টি। যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে দুইটি। বৈধ প্রার্থীরা হলেন, মোঃ আব্দুল হাই, (বাংলাদেশ আওয়ামী লীগ), নজরুল ইসলাম দুলাল, সহ সভাপতি ,ঝিনাইদহ জেলা আ’লীগ (স্বতন্ত্র), মনিকা আলম (জাতীয় পার্টি), কে, এ, জাহাঙ্গীর মাজমাদার তৃণমূল বিএনপি, মুনিয়া আফরিন (স্বতন্ত্র) ও মোঃ আনিছুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি)। বাতিল হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মোঃ আবু বকর এর হলমনামা অসম্পুর্ণ থাকার কারনে ও  একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শিহাবুজ্জামান এক শতাংশ ভোটার স্বাক্ষরে অসত্য তথ্য  থাকার কারনে মনোনায়ন পত্র বাতিল। ঝিনাইদহ-২ আসনে মোট মনোনয়ন ফরম উত্তলন হয় ১২টি। মোট মনোনয়ন ফরম জমা হয়েছে ১২টি। যাচাই বাছাই শেষে বৈধ হয়েছে ১০টি। যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে দুইজনের। বৈধ প্রার্থীরা হলেন, তাহজীব আলম সিদ্দিকী (বাংলাদেশ আওয়ামীলীগ), জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (স্বতন্ত্র), জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু (স্বতন্ত্র), মোঃ ফজলুল কবির (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), মোঃ নাসির উদ্দীন (স্বতন্ত্র), মোঃ মাহফুজুর রহমান (জাতীয় পার্টি) মোঃ জামরুল ইসলাম (তৃণমূল বিএনপি), মোঃ মিজানুর রহমান মিজু (এনপিপি) ও ন্যাশনাল পিপলস পার্টির মোঃ হান্নান খাঁ, বাংলাদেশ কল্যাণ পার্টির খোন্দকার হাফিজুর রহমান ফারুক (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

বাতিল হয়েছে, ঝিনাইদহ-২ এ বাংলাদেশ  সাংস্কৃতিক  মুক্তি জোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার। তার রিটার্নের প্রত্যায়িত অনুলিপি  না থাকা ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোঃ নজরুল ইসলাম ঋণ খেলাপির হওয়ায় তার মনোনায়ন বাতিল করা হয়। ঝিনাইদহ-৩ আসনে মোট মনোনয়ন ফরম উত্তলন হয়েছে ৮টি। মোট মনোনয়ন ফরম জমা হয়েছে ৮টি, যাচাই বাছাই শেষে বৈধ ছয়টি। দুইটি যাচাই বাছাই শেষে বাতিল। বৈধরা হলেন, ঝিনাইদহ -৩ আসন খেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী অবঃ মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দীন মিয়াজী,  মনোনায়ন  বঞ্চিত  ঝিনাইদহ-৩ আসনের বর্তমান এমপি  মোঃ শফিকুল আজম খাঁন (স্বতœন্ত্র) মনোনায়ন  বঞ্চিত  ঝিনাইদহ-৩  আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ (স্বতন্ত্র), মনোনায়ন  বঞ্চিত  আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আনিছুর রহমান (স্বতন্ত্র) মোঃ আব্দুর রহমান (জাতীয় পার্টি) ও বাবুল হোসেন (জাকের পার্টি)সহ ৬ জন। বাতিল হয়েছে, আ’লীগের বিদ্রোহী প্রার্থী মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি টি,এম আজিবর রহমান (স্বতন্ত্র) এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও  স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজিম উদ্দীন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলমনামা স্বাক্ষর না থাকায় বাতিল। এদিকে ঝিনাইদহ-৪ আসনে মোট মনোনয়ন ফরম উত্তলন হয়েছে ৬টি। মোট মনোনয়ন পত্র জমা হয়েছে ৬টি। যাচাই বাছাই শেষে বৈধ হয়েছে ৫টি। যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে একটি। বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান  এমপি মোঃ আনোয়ারুল আজিম (আনার),বাংলাদেশ আওয়ামীলীগ, মনোনাযন বঞ্চিত বঙ্গবন্ধু  পরিষদের  আব্দুর রশিদ খোকন (স্বতন্ত্র), এমদাদুল ইসলাম (বাচ্চু), (জাতীয় পার্টি), মোঃ নজরুল ইসলাম স্বতন্ত্র), সাবেক এমপি নূর উদ্দীন আহমেদ (তৃণমুল বিএনপি) এর মনোনায়ন  পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। বাতিল হয়েছে মোঃ ইছাহক আলী বিশ্বাস (জাকের পার্টি)। তার মনোনায়ন পত্র ঋণ খেলাপি দায়ে বাতিল করা হয়।


বাতিল করা প্রার্থীরা হলেন- হলফনামা অম্পুর্ণ থাকায় ঝিনাইদহ-১ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় সতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান,
ঝিনাইদহ-২ আসনে দাখিলকৃত রিটার্নের প্রত্যায়িত অনুলিপি না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, ঋণ খেলাপী হওয়ায় বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নজরুল ইসলাম, ঝিনাইদহ-৩ আসনে ১% ভোটারের মধ্যে সিলেক্টেড ভোটারের তদন্তে অসত্য তথ্য প্রমাণিত হওয়ায় সতন্ত্র প্রার্থী টিএম আজিবর রহমান ও নাজিম উদ্দিন এবং ঝিনাইদহ-৪ আসনে জাকের পার্টির প্রার্থী ইছাহাক আলী বিশ্বাস ঋণ খেলাপী হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩৪ জনের বাকি ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: