শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় পুলিশের গুলিতে নিহত ঝিনাইদহের সাব্বিরের বাড়িতে চলছে শোকের মাতম দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত-১০ মা হতে চলেছেন কণ্ঠ ও অভিনয়শিল্পী মেহা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে মানববন্ধন ঝিনাইদহে বিএম সভা অনুষ্ঠিত শার্শা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ঋণের চেক বিতরণ ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঘর পেলো এতিম বালক জাহিদ হাসান নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না তা নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে ৪৭ ঘণ্টা পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

সাংবাদিক কল্যানে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত

নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

বেনাপোল শার্শায় কর্মরত টিভি,পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল গণমাধ্যমকর্মীদেন মধ্যে সমন্বয় ও একতার লক্ষ্যে শতাধিত নির্ভিক কলম সৈনিকদের মতামতের ভিত্তিতে আহবাহক কমিটি গঠিত হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দরে অবস্থিত রহমান চেম্বারে জরুরী এ সভা ডেকে এ কমিটি নির্বাচন করা হয়।
সভায় সাংবাদিকদের অধিকার, সম্মান ও কাজের সমন্বয়ে গুরুত্বপূর্ন কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনায় প্রাধান্য পায় এসব বিষয়ের মধ্যে রয়েছে, গত ২৯ জানুয়ারী/২০২৪ ইং তারিখ যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত “এশিয়ান টিভি”র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে গণমাধ্যম কর্মীদের অসম্মানের প্রতিবাদে উপজেলার নির্বাহী কর্মকর্তা-নয়ন কুমার রাজবংশীকে উপজেলা থেকে অনত্র প্রত্যাহারে কলম বিরতী ও ১২ ফেব্রুয়ারি উপজেলা চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সভা।

কার্যক্রম সফল করতে পথ নির্দেশক হিসাবে ৭২ সদস্যের একটি আহবাহক কমিটি গঠিত হয়। সাংবাদিক,কল্যান,সামাজিক কর্মকান্ড ও সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করবে এ আহবাহক কমিটি। আগামী ৩ মাসের মধ্যে এ কমিটির নেতৃত্বে যারা সফলতার শির্ষে ভূমিকা রাখতে পারবেন তাদের মধ্যে নেতা নির্বাচনে আগামীতে শার্শার বৃহৎ এ উপজেলায় সাংবাদিকদের নেতৃত্ব দিবে। কমিটি’র তালিকায় – আহবায়ক নির্বাচিত হয় ভোরের কাগজের ইয়ানুর রহমান। যুগ্ম আহবায়ক আনন্দ টিভির প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী ও সদস্য সচিব সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক।

উপদেষ্টার তালিকায় আছেন, প্রেসক্লাব বেনাপোলের সিনিয়রসহ সভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, গ্রামের সংবাদের সম্পাদক আব্দুল মুন্নাফ, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, এখন টিভির আবুল হোসেন, সমকালের সাজেদুর রহমান, ইন্ডিপেন্ডেটের আব্দুর রহিম ও দৈনিক স্পন্দনের শেখ কাজিম উদ্দিন। দৈনিক সংগ্রাম পত্রিকার দেবুল কুমার দাশ।

সদস্য হিসাবে আছেন, আমার সংবাদের সাহিদুল ইসলাম শাহীন, ডিবিসি টিভির সেলিম রেজা, আমিনুর রহমান, প্রতিদিনের কথার আনিছুর রহমান, দৈনিক জন্মভুমির আবুল বাশার, যায়যায় দিনের জিএম আশরাফ, দৈনিক রানারের আরিফুজ্জামান আরিফ, দৈনিক ভোরের ডাক আশানুর রহমান আশা, এসএ টিভির প্রতিনিধি শেখ নাসির উদ্দিন, চ্যানেল এস টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন, লোকসমাজের আজিজুল ইসলাম, কালবেলার কামাল উদ্দিন বিশ্বাস, প্রতিদিনের সংবাদ মনির হোসেন, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, গ্রামের কন্ঠ প্রত্রিকার জাহিদ হাসান, নাগরিক টিভির ওসমান গনি, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, রুপান্তর প্রতিদিনের শাহনেওয়াজ স্বপন, আলোকিত সকালের মাসুদ শেখ, বাংলাদেশ সমাচারের ইকরামুল হোসেন, দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক শাহাবুদ্দিন আহম্মেদ, দৈনিক আমার সময়ের রাশেদুজ্জামান রাসেল, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সুমন পারভেজ, দৈনিক দেশ প্রতিদিন মারুফ হোসেন, আশ্রয় প্রতিদিন পত্রিকার শরিফুল ইসলাম, আলোকিত সকালের কুরবান আলী, সমাজের কথার আতাহার রহমান, দৈনিক লাখো কন্ঠের আসাদুজ্জামান রিপণ, কলকাতা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল, দৈনিক অনির্বাণের তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম সেন্টু, জাতীয় অর্থনীতির স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, যশোর বার্তার লোকমান হোসেন রাসেল, একুশে সংবাদ জাকির হোসেন, রুপান্তর প্রতিদিন ও চিফ নিউজ টিভির মিলন কবির, বাংলানিউজের জিসান আহম্মেদ রাব্বি, দৈনিক যশোর পত্রিকার জসিম উদ্দিন, গ্রামের কন্ঠ পত্রিকার প্রতিনিধি এস.এম আব্দুল্লাহ, দৈনিক খোলা কাগজ পত্রিকার সাগর হোসেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার মেহেদী হাসান, যশোর বার্তার সোহাগ হোসেন, দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার নাজিম উদ্দিন জনি, বাংলাদেশ বুলেটিন পত্রিকার রবিউল ইসলাম, জাতীয় বিজনেস ফাইল পত্রিকার মোশারেফ হোসেন মনা, দৈনিক প্রথম ভোর পত্রিকার সেলিম রেজা তাজ, এখন টিভির ক্যামেরামান শাহারিয়ার হুসাইন, দৈনিক সবুজ বাংলাদেশের আতিকুজ্জামান রিমু, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার আমিনুর রহমান তুহিন, সময় টিভির ক্যামেরামান শাওন হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রায়হান সিদ্দিকী, দৈনিক নীল কন্ঠ পত্রিকার নোমান খসরু সংগ্রাম, দৈনিক প্রানের সংবাদের শাওন হোসেন, এস কে কামাল, রুবেল শেখ ও জনি বিশ্বাস, মোহাম্মদ সংগ্রাম ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: