মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
আজ ঝিনাইদহের দুইটি উপজেলায় নির্বাচন হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় আ’লীগে আ’লীগে টক্কর ঝিনাইদহে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ঝিনাইদহ প্রেসক্লাবে এক নারীর সংবাদ সম্মেলন এমপির নির্দেশে সামটায় উপজেলা নির্বাচন প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা, থানায় অভিযোগ আশীর্বাদের ৪ দিন পর অন্ত কুন্ডুর মৃত্যু নিয়ে ধোঁয়াসা, পরিবারটিতে চলছে শোকের মাতম নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা বিষয় কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত আম, সবজি ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুনকে হত্যার হুমকি, থানায় জিডি

শব্দদূষণ বন্ধে সেবা সংগঠন এর পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান 

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২ Time View

যশোরের ঝিকরগাছা উপজেলায় ক্রমবর্ধমান শব্দদূষণ বন্ধ করতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাকড়াঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ ইলিয়াস উদ্দিন, সেবা সংগঠন এর উপদেষ্টা তফিকুল ইসলাম স্বপন।

ঝিকরগাছা সেবা সংগঠন এর আফজাল হোসেন চাঁদ, আশিকুল ইসলাম, হাসান খান, শাহাবুদ্দিন মোড়ল, সুজন মাহমুদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, রায়হান সরদার, নাজমুল হোসেন, নাসরিন খান বিথি, জাকিয়া সুলতানা, মিলন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে বক্তারা অসহনীয় মাইকিং, গাড়ির হাইড্রোলিক হর্ণ এর কুফল সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং এধরনের অপ্রয়োজনীয় মাইকিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ কালে ঝিকরগাছার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কাজ করায় সেবা সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: