রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝিনাইদহে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত আম, সবজি ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঝিনাইদহে জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুনকে হত্যার হুমকি, থানায় জিডি ঝিনাইদহে উপ-নির্বাচনে লড়বেন হিরো আলম ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভা শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বেনাপোলে “মে” দিবস পালিত ঝিনাইদহে ব্লাড ব্যাংকের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

শিক্ষার আলোয় বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মাদ এর আত্মত্যাগকে মর্যাদা দিতে হবে-শেখ আফিল উদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৭৭ Time View
মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর): যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজার সংলগ্ন সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মাদ ডিগ্রি কলেজের নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়,সেই সাথে ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১০ মার্চ) সকালে কলেজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন ভবন উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
ভবন উদ্বোধণ শেষে ঐ কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা মঞ্চে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিনকে ফুল এবং মানপত্র দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান কলেজ সরকারি করনে এমপি শেখ আফিল উদ্দিনের দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপণ করেন, এ সময় বিশেষ অতিথিদের পাশাপাশি কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রধান অতিথিকে সন্মান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ নুরমোহাম্মাদ আমাদের দেশের একজন গর্বিত মানুষ, সে এবং অন্যান্য বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, আজ তার নামে নাম করণ করা হয়েছে এই কলেজের, একজন শহীদের নাম এবং কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে পাঠদানে মনোযোগ দিতে হবে। আমি সংসদে যেয়ে যেন বলতে পারি বঙ্গবন্ধু’র আহবানে সাড়া দিয়ে যে ব্যাক্তিটি আজ দেশের জন্য জীবণ দিয়ে গেছেন তার নামের কলেজটি আজ জাতির সম্মুখে শিক্ষার শীর্ষে থেকে সুনাম অর্জন করে চলেছে “।
আলোচনা অনুষ্ঠানে ১৯৯৫ ইং সনে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম তিন শিক্ষার্থী এবং তিন শিক্ষক সেখানে উপস্থিত থেকে সকলকে মুগ্ধ করে দেন। এরা হলেন- শিক্ষার্থী রেশমা খাতুন(৪২),শামিমা খাতুন(৪২),আমেনা খাতুন(৪২)। শিক্ষকবৃন্দরা হলেন- মোঃ গোলাম মাসুদ মজুমদার(প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষ),মোঃ হাসানুজ্জান(বর্তমান অধ্যক্ষ) ও মোঃ শহিদুল আলম।
প্রথম তিনজন শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তামান শিক্ষার্থীর সংখ্যা-৯০০(নয়শত) এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা-৪৫ জন এবং কর্মচারীর সংখ্যা মোট- ২০ জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলার নির্বাহী অফিসার-মীর আলিফ রেজা(অনুপস্থিত), শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য- অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শিক্ষক আলিম রেজা বাপ্পি, ১ নং ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, আসাদুজ্জামান আসাদ(এমপি’র পিএ), শার্শা উপজেলার যুবলীগ সভাপতি- অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আ.লীগ সভাপতি-এনামুল হক মুকুল সহ স্থানীয় শিক্ষাবীদ,শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সামাজিক,রাজনৈতিকবৃন্দ,শার্শার সাবেক ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার,সাবেক সাংগঠনিক সম্পাদক-আল-আমিন রুবেল সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: