বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বেনাপোলে “মে” দিবস পালিত ঝিনাইদহে ব্লাড ব্যাংকের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএমএসএস’র বেনাপোল শাখা কমিটির অনুমোদন ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আনসার অফিসে ভোরের কাগজের সাংবাদিক অবরুদ্ধ, লাঞ্ছিত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ভোগান্তির আরেক নাম, জনমনে তীব্র অসন্তোষ ঝিনাইদহে আগুনে পুড়লো ৫ বিঘা পানের বরজ ও বসত বাড়ি ঝিনাইদহে তীব্র তাপদাহে দেখা দিয়েছে পানির সংকট, হাজার হাজার নলকূপে উঠছে না পানি

হেযবুত তওহীদের পথসভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টার: জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ,ধর্ম ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ধর্মীয় সংস্কারমুলক মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হেযবুত তওহীদ সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরী জগৎজ্যোতি পাঠাগার হল রোমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের ন্যায় গত ২২/১১/২০২২ ইং তারিখ সন্ধ্যার পর জেলার বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় পলাশ বাজারে পথসভা করার সময় স্থানীয় পলাশ বাজার জামে মসজিদের ইমাম হোসাইন আহমদের উস্কানিমূলক কথাবার্তায় বিশ্বম্ভপুর উপজেলার পলাশগাঁও গ্রামের সাধু মিয়ার ছেলে নুরুজ্জামান, গাজিরগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মুজিবুর রহমান,মেরুয়াখলা গ্রামের মুদি দোকানদার বাশার,কাচিরগাতি গ্রামের তরিকুল ইসলাম মোল্লা, অচুকোণা গ্রামের গোলাপ মিয়া (সাজাপ্রাপ্ত আসামী)গংদের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন উগ্রবাদী লোক শান্তিপূর্ণভাবে চলমান পথসভায় আকস্মিকভাবে হামলা করে।

এসময় আইন শৃঙ্খলায় নিয়োজিত বিশ্বম্ভপুর থানার পুলিশ ও স্থানীয় জনসাধারণের হস্তক্ষেপে বড় ধরণের সন্ত্রাসী হামলার হাত থেকে জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রানে রক্ষা পান। তারা এমন ন্যাক্কারজনক হামলায় যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রমাসনের নিকট জোর দাবী জানান | জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আরও জানান, হেযবুত তওহীদ সংগঠনের ২৬ বছরের ইতিহাসে দেশের প্রচলিত আইন ভঙ্গ করেনি এবং ভবিষ্যতেও ভঙ্গ করবেনা এটা হেযবুত তওহীদ সংগঠনের অঙ্গীকার। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় এই সংগঠনের কার্যক্রম চলমান আছে। সরকার সম্পূর্ণভাবে আমাদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল। দেশের ক্ষতিরকারণ হয়, জনগণের ক্ষতির কারণ হয় আমরা কখনোই এহেন কাজ করি নাই।

ধর্ম ব্যবসা,সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। সাংবাদিক ভাইদের কাছে আমাদর সম্পর্কে আপনারা ভাল ভাবে জানুন। আপনারা জাতির বিবেক। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা ও ন্যায় বিচার কামনা করছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরাও নাগরিক। মত প্রকাশের স্বাধীনতা আমাদেরও আছে। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সাবেক সভাপতি মো.ইসমাইল হোসেন(২), বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার আলম, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ, মো. তুহিন মিয়া, ওয়ালিউল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন,বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ,দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক ফোরামের সহসভাপতি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোসাইদ রাহাত, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ,কে মিলন আহমেদ, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আলাউর রহমান, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি আফজাল হোসেন, শহিদুল ইসলাম, জাগো নিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি লিপসন আহমেদ,বাংলা টিভি ‘র জেলা প্রতিনিধি মো. আল হাবিব, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান, বিএম টিভি ‘র জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র জেলা প্রতিনিধি কামরান,দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 SN BanglaNews
কারিগরি সহযোগিতায়: